স্পোর্টস ডেস্ক:: নিউইয়র্কের পিচ যেনো রহস্য ঘেরা। কখন কি হয় কেউ জানে না। দলগুলো মাঠে নামার আগে পিচ নিয়ে ধারণা নিতে পারলেও নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের পিচ নিয়ে সেই ধারণা নেই কারো। দু’টি ম্যাচ খেলে ভারতও বুঝতে পারছে না পিচের আচরণ।
এমনকি নাসাউ কাউন্টি স্টেডিয়ামের কিউরেটর নিজেও জানেন না পিচ কেমন আচরণ করবে। পাকিস্তান ম্যাচের আগে সেটি স্মরণ করিয়ে দিয়ে ভারতের অধিনায়ক রোহিত শর্মা জানালেন, যেখানে কিউরেটরই জানেন না পিচের আচরণ কেমন, তারা জানবেন কিভাবে। এ নিয়ে যে বেশ বিভ্রান্তিতে তারা সেটিও তিনি পরিস্কার করেছেন।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ভারতের অধিনায়ক বলেন, ‘দেখুন, আমরা যেখানে বাস করি, সেখানে ড্রপ-ইন পিচ নিয়ে বেশি ধারণা নেই। আমরা যখন কিউরেটরের সঙ্গে কথা বলেছি, সে-ও পিচ কেমন আচরণ করতে পারে তা নিয়ে খুব বিভ্রান্তিতে ছিল। কতটুকু ঘাস ছাঁটাই করা উচিত, কতটকু ঘাস রাখবে। তো সে যদি বিভ্রান্ত হয়, ভাবতে পারেন আমরা কতটা বিভ্রান্তিতে থাকতে পারি।’
দুই ম্যাচ খেললেও পিচ কেমন করবে জানেন না জানিয়ে রোহিত বলেন, ‘কিন্তু হ্যাঁ, আমাদের দুই ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। তবে আমরা জানিনা কোন পিচে খেলবো (পাকিস্তানের বিপক্ষে। এখানে উইকেট একেক দিন একেকরকম আচরণ করে। তো দুই দলের জন্যই সমান সুযোগ থাকবে। আমার মতে যে দল ভালো ক্রিকেট খেলবে তারাই জিতবে। আর আমরা নিউইয়র্কে বেশি সময় কাটিয়েছে, কন্ডিশন সম্পর্কে বেশি জানাশোনা আছে বলেই (জিতে যাব না)।’, যোগ করেন রোহিত।
আউট ফিল্ড নিয়েও সন্তুুষ্ট নন ভারতের অধিনায়ক। তিনি বলেন, ‘আউটফিল্ড ধীরগতির। কিছু শটে মাঠে প্রচুর বাউন্স হয়, আবার অন্য কিছু শটে মাঠে বল গড়ায়ই না। তো রানিং বিট্যুইন দ্য উইকেট গুরুত্বপূর্ণ। আমাদেরকে কন্ডিশন অনুযায়ী খেলতে হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post