স্পোর্টস ডেস্কঃ দুই বোর্ডের সম্মতিতে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ আপাতত স্থগিত রাখা হচ্ছে। সিরিজটি পরে কোনো এক সময় আয়োজন করবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আগামী জুলাইয়ে আফগানদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা টাইগারদের। সেই সিরিজে ৩টি ওয়ানডে, ৩টি টি-টোয়েন্টির সঙ্গে ছিল দুটি টেস্ট ম্যাচও।
ক্রিকেট বোর্ডের অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস আজ শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন, ‘দুই বোর্ডের সমঝোতার ভিত্তিতে আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ পরবর্তীতে যেকোনো সময়ে অনুষ্ঠিত হবে।’ যদিও সেটা ঠিক কবে নাগাদ হবে, তা নিয়েও কোনোপ্রকার আভাস দেয়া হয়নি। অবশ্য ২০২৪ সালের ব্যস্ততার মাঝে অন্য কোনো ফাঁকা সময় বের করাও কষ্টসাধ্য বাংলাদেশের জন্য।
২০২৪ সালে বাংলাদেশের সিরিজ সূচি:
এপ্রিল, জিম্বাবুয়ে
জুলাই-আগস্ট, আফগানিস্তান
আগস্ট-সেপ্টেম্বর, পাকিস্তান
সেপ্টেম্বর-অক্টোবর, ভারত
অক্টোবর-নভেম্বর, দক্ষিণ আফ্রিকা
নভেম্বর-ডিসেম্বর, ওয়েস্ট ইন্ডিজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post