পিছিয়ে গেল বাংলাদেশ দলের অধিনায়কের নাম ঘোষণা

0
82

নিজস্ব প্রতিবেদকঃ জরুরী বোর্ড মিটিংয়ের পর আসলো না কাঙ্খিত সেই ঘোষণা। পিছিয়ে গেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা। আসন্ন এশিয়া কাপ, ওয়ানডে বিশ্বকাপ বা স্থায়ীভাবে ওয়ানডে ফরম্যাটের অধিনায়কের নাম এখনই ঘোষণা হচ্ছে না।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জরুরী সভা শেষে সংবাদ সম্মেলনে সেটি জানিয়েছেন অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। আপাতত দুই-তিন দিনের সময় নিচ্ছে বিসিবি। তবে ১২ আগস্টের মধ্যেই নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা হবে।

বিসিবি অধিনায়কের সম্ভাব্য তালিকা তৈরি করেছে। আর সেই সব সম্ভাব্য অধিনায়কদের সাথে আজ থেকে কথা বলা শুরু করবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পরিচালনা পর্ষদের জরুরী সভায় নাজমুল হাসান পাপনকেই ওয়ানডে অধিনায়কদের সাথে কথা বলার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

গেল ৩ আগস্ট, বৃহস্পতিবার ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন তামিম ইকবাল। এরপরই নতুন অধিনায়ক খুঁজার মিশনে নামে বিসিবি। সেই খুঁজের জন্য এখনও প্রক্রিয়া চলমান। তবে সাকিব আল হাসানের দিকেই বোর্ড বেশি ঝুঁকছে, সেটা এক প্রকার ওপেন সিক্রেট।

নতুন অধিনায়ক প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘আজ আমাদের জরুরী সভা ছিল। সভায় একটিই বিষয় ছিল, অধিনায়কত্বের ব্যাপারে। মূলত, এশিয়া কাপের অধিনায়ক আজকের মধ্যে নির্বাচনের কথা ছিল। আমরা আজ বোর্ড সভায় বসেছিলাম। বোর্ডের সবাই মাননীয় সভাপতিকে (পাপন) অধিনায়ক নির্বাচনের জন্য দায়িত্ব দিয়েছি।

‘যে ক’জন সম্ভাব্য প্রার্থী আছে, তাদের সঙ্গে কথা বলে তিনি সিদ্ধান্ত নেবেন। আশা করছি আমরা আগামী ২-৩ দিনের মধ্যে…১২ সেপ্টেম্বরের আগে আমাদের যে কাট আউট সময় আছে, এর আগেই আমরা জানিয়ে দেব।’ যোগ করেন জালাল ইউনুস।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here