স্পোর্টস ডেস্ক:: তিন জাতির টুর্নামেন্টের খেলা সিলেটে। দুই দলের এক দল বাংলাদেশের চেয়েও পিছিয়েছে। আরেক দল সামান্য উপরে। বাংলাদেশ দল তিন জাতির টুর্নামেন্টটি খেলতে সৌদী আরব অনুশীলন ক্যাম্প করছে।
জামাল ভুঁইয়াদের প্রথম বহর গত রাতেই সৌদীতে পৌঁছেছে। আজ রাতেই যাচ্ছে দ্বিতীয় বহর। ফিফা র্যাঙ্কিংয়ে ১৯২ নম্বরে থাকা বাংলাদেশের সঙ্গে ২০ মার্চ থেকে সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হওয়া ট্রাইনেশন টুর্নামেন্টে খেলবে ১৯০ নম্বরে থাকা ব্রুনাই ও ১৯৯ নম্বরে থাকা সিশেলস।
টুর্নামেন্টে প্রস্তুুতির লক্ষ্যে ১০ দিনের অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ দল। প্রিমিয়ার লিগ চলায় ফুটবলাররা দেশে রিপোর্ট করেননি। শুরু করা হয়নি ক্যাম্প। বিমানবন্দরেই সরাসরি ফুটবলাররা রিপোর্ট করছেন। সেখান থেকেই সৌদীর পথ ধরছেন।
সৌদীতে ১৬ মার্চ পর্যন্ত অনুশীলন করবে বাংলাদেশ দল। সেখান থেকে দেশে ফিরেই জামাল ভুঁইয়ারা সিলেটে পৌঁছানে। তিন জাতির টুর্নামেন্টটিতে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ব্রুনাইয়ের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচ সিশেলসের বিপক্ষে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০