পিছিয়ে পড়া আল নাসরকে জেতালেন রোনালদো

0
299

স্পোর্টস ডেস্ক:: সৌদীর প্রো লিগে দারুণ জয় তুলে নিয়েছে আল নাসর। ২-০ গোলে পিছিয়ে পড়া দলকে জিতিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পাঁচ গোলের ম্যাচে সিআর সেভেনর দল ৩-২ গোলে হারিয়েছে আল শাবাবকে।

রাতের ম্যাচে প্রো লিগে মুখোমুখি হয়েছিলো শিরোপার দৌড়ে থাকা আল নাসর ও আল শাবাব। পয়েন্ট টেবিলের দুই ও তিন নম্বর দলের ম্যাচটিও ছিলো দারুণ দারুণ জমজমাট। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি অবশ্য আল নাসরের। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান আরো মজবুত করলো দলটি।

ম্যাচের প্রথমার্ধেই নিজেদেরই ভুলে পিছিয়ে পড়ে আল নাসর। পেনাল্টি পায় আল শাবাব। ম্যাচের ২৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টাইন মিডফিল্ডার ক্রিশ্চিয়ান গুয়ানকা দলকে এগিয়ে দেন ১-০ গোলে। পিছিয়ে পড়া রোনালদোরা যখন ম্যাচে ফেরার চেষ্টা করছিলো গুয়ানকার জোড়া গোলে আরো পিছিয়ে পড়ে দলটি। ম্যাচের ৪০তম মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন আর্জেন্টাইন এই তারকা।

বিরতির টিক আগ মূহুর্তে ব্যবধান কমায় আল নাসর। ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যান্ডারসন তালিসাকার গোলে ব্যবধান ২-১ করে আল নাসর। শেষ পর্যন্ত এগিয়ে থেকেই বিরতিতে যায় আল শাবাব।

দ্বিতীয়ার্ধের পরই ঘুরে দাঁড়ায় শিরোপা প্রত্যাশী নাসর। বিরতির পর ভেলা শুরুর মিনিট ছয়েকের মধ্যে সৌদীর তারকা আব্দুর রহমান গরিবি দলকে সমতায় ফেরান। ২-২ গোলের সমতায় থাকা ম্যাচটিতেই মিনিট আটেক পরই ব্যবধান বাড়িয়ে নেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচের ৫৯তম মিনিটে তার গোলেই লিড নেয় নাসর। শাবাব আর কোনো গোল করতে না পারায় সিআর সেভেনের জয় সূচক গোলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে টেবিলের দ্বিতীয় স্থানা দলটি।

২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে সৌদী প্রো লিগের শীর্ষে আছে আল ইতিহাদ। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আল নাসর।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here