পিছিয়ে পড়া ম্যানইউ’র শেষের চার মিনিটের রোমাঞ্চকর জয়

0
59

স্পোর্টস ডেস্ক:: ইংলিশ প্রিমিয়ার লিগে হারতে বসা ম্যানচেস্টার ইউনাইটে জিতেছে যোগ করা সময়ে চার মিনিটের জোড়া গোলে। ব্রেন্টফোর্ডকে ২-১ গোলে হারিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে এরিক টেন হাগের দল।

প্রিমিয়ার লিগের ম্যাচটিতে প্রথমার্ধেই লিড নিয়েছিলো ব্রেন্টফোর্ড। লিড ধরে রেখেই নির্ধারিত সময় শেষ করে দলটি। তবে যোগ করা সময়েই তাদের সর্বনাশ ঘটে। চার মিনিটের মধ্যে দুই গোল হজম করে ২-১ ব্যবধানে হেরে যায় ব্রেন্টফোর্ড।

ম্যাচের শুরুতেই লিড নিয়ে ছিলো ব্রেন্টফোর্ড। ২৬তম মিনিটে ম্যাথিয়াস জেনসেনের গোলে ১-০ এগিয়ে যায় দলটি। বিরতির আগে আর ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচে ফিরতে পারেনি। পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় তাদেরকে।

বিরতির পরও এরিক টেন হাগের শিষ্যরা ম্যাচে ফিরতে পারছিলো না। লিড ধরে রেখে ব্রেন্টফোর্ড ম্যাচের নির্ধারিত সময় শেষ করে। এরপরই ৮৭তম মিনিটে বদলী নামা স্কট ম্যাকটোমিনে জ্বলে উঠে। যোগ করা সময়ে পরপর দুই গোলে দলের হার এড়ান তিনি।

অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে ম্যানইউকে সমতায় ফেরান স্কট ম্যাকটোমিনে। নিশ্চিত ‘ড্র’য়ের পথে থাকা ম্যাচে ম্যানইউকে জয় সূচক গোল এনে দেন ৭ম মিনিটে। ২-১ গোলের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে টেন হাগের শিষ্যরা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here