স্পোর্টস ডেস্ক:: লা লিগায় হারতে বসেছিলো রিয়াল মাদ্রিদে। শুরুতেই পিছিয়ে পড়া দলটিকে জিতিয়েছেন ফেদেরিকো ভালভার্দে ও জোসেলু। দুই তারকার দুই গোলে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল।
লিগে মাদ্রিদরা টানা পাঁচ ম্যাচ জিতলো। আন্তর্জাতিক বিরতির পর মাঠে ফিরেও জয়ের ধারা ধরে রাখলো দলটি। রিয়াল সোসিয়েদাদকে খুব একটা লড়াই জমাই পারেনি। শুরুতেই লিড নিলেও সেই লিড ধরে রাখতে পারেনি।
ম্যাচের ৫ম মিনিটে ব্যারেনেটক্সিয়ার দারুণ এক গোলে লিড নেয় সোসিয়েদাদ। শুরুতেই পাওয়া লিড প্রথমার্ধের প্রায় পুরোটা সময় ধরে রাখে দলটি। পিছিয়ে পড়া রিয়ালকে সমতায় ফেরার জন্য অপেক্ষা করতে হয় প্রথমার্ধের পুরোটা সময়। তবে ফিরতে পারেনি সমতায়। সোসিয়েদাদ ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায়।
বিরতির পরপরই রিয়ালকে সমতায় ফেরান ভালভার্দে। ৪৬তম মিনিটে ম্যাচের স্কোর লাইন তিনি ১-১ করে। সমতায় থাকা ম্যাচে মিনিট পনেরোর পর জোসেলু দলকে লিড এনে দেন। ৬০তম মিনিটে জোসেলুর গোলে রিয়াল এগিয়ে যায় ২-১ ব্যবধানে।
ম্যাচের বাকীটা সময় রিয়াল সোসিয়েদাদ আর গোল শোধ দিতে পারেনি। শেষ পর্যন্ত তাই ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০