স্পোর্টস ডেস্ক:: স্প্যানিশ লা লিগায় পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদকে জেতালেন বেলিংহাম-জোসেলু। পিছিয়ে পড়া ম্যাচে জোসেলু সমতায় ফেরান দলকে। প্রথমার্ধের যোগ করা সময়ে দলকে জেতান বেলিংহাম। শনিবার রাতের ম্যাচে গেতাফকে ২-১ গোলে হারিয়েছে মাদ্রিদরা।
প্রিমিয়ার লিগে শনিবার রাতে রিয়াল মাদ্রিদ-গেতাফের ম্যাচটি দারুণ উত্তেজনায় ছড়ায়। শুরুতেই এগিয়ে যায় গেতাফ। পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করতে হয় মাদ্রিদকে।
ম্যাচের শুরুতেই বোর্জা মোয়ারেলের গোলে লিড নেয় গেতাফে। ১১তম মিনিটে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়া দলটি লিড ধরে রাখে প্রথমার্ধের পুরোটা সময়। বারবার আক্রমণ করেও গোলের দেখা না পাওয়াতে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় রিয়াল মাদ্রিদকে।
তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে উঠে মাদ্রিদরা। মিনিট দু’একের মধ্যে সমতায়ও ফেরে দলটি। ৪৭তম মিনিটে জোসেলুর গোলে ম্যাচের স্কোর লাইন হয় ১-১। সমতায় থাকা ম্যাচে নিজেদের রক্ষণের শক্তি বাড়ায় গেতাফ। গোলের জন্য তাই দ্বিতীয়ার্ধের বাকীটা সময় বেশ লড়াই করতে হয় মাদ্রিদদে।
ম্যাচের অন্তিম সময়ে বেলিংহামের গোলে পয়েন্ট হারানো থেকে রক্ষা পায় রিয়াল। ম্যাচের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে অর্থাৎ ৯৫তম মিনিটে এই তারকার গোলে ২-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০