স্পোর্টস ডেস্ক:: শিরোপার লড়াইয়ে হোঁচট খেলো রোনালদোর দল আল নাসর। ক্রিস্টিয়ানো রোনালদো গোল পাননি। জেতা হয়নি তার দলেরও। জিততে পারলে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠার সুযোগ ছিলো। আল ইত্তিফাকের কাছে পয়েন্ট হারিয়ে মাঠ ছেড়েছে আল নাসর। পিছিয়ে পড়া দলটি কোনো মতে হারি এড়িয়েছে।
সৌদীর প্রো লিগে শিরোপার লড়াইয়ে দ্বিতীয় স্থানে আছে আল নাসর। শীর্ষে থাকা আল ইতিহাদের পয়েন্ট ৬৩। আল ইতিফাকের বিপক্ষে আল রোনালদোরা জিততে পারলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষ উঠার সুযোগ ছিলো। ১-১ গোলের ‘ড্র’তে ম্যাচ শেষ করায় সেই সুযোগ হলো না।
দুই দলের ম্যাচটির প্রথমার্ধের প্রায় পুরোটা সময়ই গোল শুন্য থাকে ম্যাচ। বিরতির টিক আগ মূহুর্তে ইউসুফ নিকাতির দারুণ এক গোলে লিড নেয় ইতিফাক। বিরতির আগে পিছিয়ে পড়া আল নাসরও সমতায় ফিরতে পারেনি। ৪৩তম মিনিটে করা গোল নিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ইতিফাক।
বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে দ্রুতই সমতায় ফেরে নাসর। ম্যাচের ৫৬তম মিনিটে লুইজ গুস্তাভো গোল করে স্কোর লাইন করেন ১-১। সমতায় থাকা ম্যাচে জয় নিশ্চিত করে রোনালদোরা বেশ কয়েকটি আক্রমণ করে। তবে প্রতিপক্ষের জালের দেখা পাননি তারা। শেষ পর্যন্ত তাই পয়েন্ট ভাগ করে নিয়েই মাঠ ছাড়তে হয় তাদেরকে।
সৌদীর প্রো লিগে এই হারে পয়েন্ট টেবিলে কিছুটা পিছিয়ে পড়লো আল নাসর। সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে শিরোপার জেতার মিশনে বেশ ভালো অবস্থানে আছে আল ইতিহাদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post