নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। টানা তিন হারের পর জয় তুলে নিয়েছে তারা। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শনিবার ফর্টিসের বিপক্ষে ২-১ গোলে জেতে শেখ রাসেল।
ম্যাচের আধঘন্টা হতেই এগিয়ে যায় ফর্টিস। ওমার বাবুর শট বলের লাইনে ঝাঁপিয়ে আটকাতে পারেননি শেখ রাসেল গোলরক্ষক মিতুল মারমা। পাঁচ মিনিট পর ঘুরে দাঁড়ায় শেখ রাসেল। ফর্টিসের গোলরক্ষক শান্ত কুমার রায়কে পরাস্ত করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড গাঞ্জু আতান্দা।
৬৪তম মিনিটে এগিয়ে যায় শেখ রাসেল। মনির আলমের এসিস্টে হেডে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন দীপক রায়। শেষ পর্যন্ত এই গোলই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। এ জয়ে ১৪ ম্যাচে শেখ রাসেলের পয়েন্ট ১৪। ফর্টিসের পয়েন্ট ১৬।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post