নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক বিরতির পর মাঠে ফেরা বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। শনিবার প্রত্যাবর্তনের গল্প লিখে বাংলাদেশ পুলিশ এফসিকে ৩-১ গোলে হারিয়েছে তারা। ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে এই জয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে শেখ রাসেল।
ম্যাচের ৩৭ মিনিটে পুলিশকে এগিয়ে নেন কলোম্বিয়ান ফরোয়ার্ড জোহান আরাঙ্গো। এডওয়ার্ড মরিল্লো রাসেলের তিন ডিফেন্ডারকে কাটিয়ে বল ছাড়েন আরাঙ্গোর পায়ে। বক্সের বাইরে থেকে তার নেওয়া শট হাতে লাগালেও আটকাতে পারেননি শেখ রাসেলের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। এগিয়ে থেকেই বিরতিতে যায় পুলিশ।
বিরতি থেকে ফিরেই সমতায় ফেরে শেখ রাসেল। মোহাম্মদ ইব্রাহিমের গোলে প্রাণ ফিরে পায় দলটি। জাতীয় দলের এই ফরোয়ার্ড বল পেয়েছিলেন জামাল ভূঁইয়ার লম্বা ক্রস থেকে। ৮১ মিনিটে শেখ রাসেলকে এগিয়ে নেন এমফন উদো। নাইজেরিয়ান এই ফরোয়ার্ড মধ্য মাঠ থেকে চার্লস দিদিয়ের মাপা ক্রস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শটে বল জালে পাঠান।
শেষদিকে শেখ রাসেলের ব্যবধান আরো বাড়ান নিহাত জামান উচ্ছ্বাস। এই গোলেও দারুণ অবদান রেখেছেন এমফন উদো। তার ফ্রি কিকে দূরের পোস্টে দিপক রয় হেডে বাড়িয়ে দিলে গোলমুখে বদলি নামা উচ্ছ্বাস হেড করে লক্ষ্যভেদ করেন। তাতে দুর্দান্ত জয় নিয়ে ফেরে শেখ রাসেল ক্রীড়া চক্র।
দারুণ এই জয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে শেখ রাসেল। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট দলটির। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে পুলিশ। এদিকে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বসুন্ধরা কিংস। দ্বিতীয় স্থানে থাকা ঢাকা আবাহনীর সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ৭।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post