স্পোর্টস ডেস্ক:: নিজেদের মাঠে যুক্তরাষ্ট্র শুরুতেই জার্মানিকে গোল দেয়। পিছিয়ে পড়া জার্মানি শুধু ঘুরেই দাঁড়ায়নি। রীতিমতো উড়িয়ে দিয়েছে স্বাগতিকদের। অতিথি দলটি তুলে নিয়েছে ৩-১ গোলের দারুণ এক জয়।
শনিবার রাতে যুক্তরাষ্ট্রের প্রাট অ্যান্ড হুইটনি স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে মুখোমুখি হয় জার্মানি ও যুক্তরাষ্ট্র। স্বাগতিকরা লিড নিয়েও ম্যাচটি বাঁচাতে পারেনি। নিজেদের মাঠেই হারতে হয়েছে জার্মানিদের কাছে।
শক্তির বিচারে এগিয়ে থাকা জার্মানি মাঠে আধিপত্য বিস্তার করেই খেলেছে। এক গোল হজম করে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে দলটি। ম্যাচের বয়স ত্রিশের ঘরে যাওয়ার আগেই স্বাগতিক দর্শকদের আনন্দে ভাসান ক্রিশ্চিয়ান পুলিসিচ। যুক্তরাষ্ট্রের এই তারকা ২৭তম মিনিটে জার্মানিকে স্তব্ধ করে দেন। স্বাগতিকদের এগিয়ে দেন ১-০ গোলে।
পিছিয়ে পড়া জার্মানরা প্রথমার্ধেই অবশ্য ম্যাচে ফেরে।৩৯তম মিনিটেই গিনদোয়ান ম্যাচে সমতা ফেরান। ১-১ গোলের ‘ড্র’তে ম্যাচ রেখে বিরতিতে যায় জার্মানরা।
বিরতির পর থেকেই গোলের জন্য মরিয়া হয়ে উঠে জার্মানি। কোণঠাসা হয়ে পড়ে স্বাগতিকরা। দ্রুতই ম্যাচ পুরোটা নিজেদের নিয়ন্ত্রণেও নেয় দলটি। ৫৮তম মিনিটে নিকলাস ফুলকুর্গ যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন ২-১ ব্যবদানে। মিনিট চারেকের মধ্যেই ব্যবধান বাড়ান জামাল মুসিয়ালা। ম্যাচের ৬১তম মিনিটেই জার্মানরা এগিয়ে যায় ৩-১ ব্যবধানে।
ম্যাচের বাকীটা সময় যুক্তরাষ্ট্র আর গোল শোধ দিতে পারেনি। প্রীতি ম্যাচে তাই জার্মানি ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। এর আগে ২০১৫ দুই দল সবশেষ প্রীতি ম্যাচ খেলেছিলো। সেবার জার্মানিদের তাদের মাঠেই হারিয়ে ছিলাে যুক্তরাষ্ট্র। এবার প্রতিশোধ নিলো জার্মানরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post