স্পোর্টস ডেস্কঃ নির্ধারিত সময়ে আয়োজিত হচ্ছে না আফ্রিকান নেশন্স কাপ। আফ্রিকার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর পিছিয়ে নেওয়া হয়েছে ৬ মাস। আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে কনফেডারেশন অফ আফ্রিকা ফুটবল (সিএএফ)। একইসাথে তারা ঘোষণা দিয়েছে আফ্রিকান সুপার লিগ আয়োজন করার।
আগের সূচি অনুযায়ী ২০২৩ সালের জুন-জুলাইয়ে আয়োজিত হওয়ার কথা ছিল আফ্রিকান নেশন্স কাপ। তবে এর পরিবর্তে এখন সেটি আয়োজিত হবে ২০২৪ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে। তবে ভেন্যু পাল্টাচ্ছে না। আগের ভেন্যু আইভেরি কোস্টই থাকছে।
এদিকে আগামী মৌসুম থেকে আয়োজন করা হবে আফ্রিকান সুপার লিগ। আগস্টের ১০ তারিখ থেকে সেটি শুরুর পরিকল্পনা করেছে সিএএফ। মরক্কোই সম্প্রতি সিএএফ এক মিটিংয়ে বসেছিল। আর সেখানেই এই দুটি বিষয় নিয়ে সিদ্ধান্ত আসে।
উল্লেখ্য, আফ্রিকান নেশন্স কাপের গেল আসরের চ্যাম্পিয়ন হয়েছিল সেনেগাল। ফাইনালে মোহাম্মদ সালাহ’র মিসরকে হারিয়ে শিরোপা জিতে সাদিও মানের দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা