স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের প্রফেশনাল ক্রিকেটার্স এসোসিয়েশনের (পিসিএ) সভাপতি হয়েছেন ইয়ন মরগান। ইংল্যান্ডের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক এখন সাবেক ও বর্তমান ক্রিকেটারদের নেতা। নতুন গুরুদায়িত্ব পেয়েছেন এই তারকা।
১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সংগঠন প্রফেশনাল ক্রিকেটার্স এসোসিয়েশনের। আর সেই এসোসিয়েশনের দশম সভাপতি হচ্ছেন মরগান। এর আগে আর ৯ জন সভাপতি ছিলেন। সবশেষ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন শার্লট এডওয়ার্ডস। মরগান তার জায়গায় স্থলাভিষিক্ত হবেন।
নতুন দায়িত্ব পেয়ে মরগান বলেন, ‘১৯ বছর ধরে পিসিএ’র সদস্য থাকার পর এবার এই মর্যাদাপূর্ণ সুযোগ পাওয়ায় আমি কৃতজ্ঞ ও সম্মানিত বোধ করছি।
‘ক্রিকেটের নিয়মিত পরিবর্তনশীল দৃশ্যপটের একটি পর্যায়ের ভেতর দিয়ে যাচ্ছি আমরা, এই সময়ে পিসিএর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ। প্রফেশনাল ক্রিকেটার্স ট্রাস্টের সাথে কাজ করতে মুখিয়ে আছি আমি, যেটা সবসময়ই আমার হৃদয়ের খুব কাছে। আশা করছি খেলাটাকে কিছু ফিরিয়ে দেওয়ার সুযোগ পাব আমি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post