পিসিএলে একই দলে কুমার সাঙ্গাকারা, গেইল, বাবর আজম

0
22

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিসিএল)এ একই দলের হয়ে মাঠে নামবেন শ্রীলঙ্কান লিজেন্ডস কুমার সাঙ্গাকারা, ক্যারবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল, পাকিস্তানের উঠতি তারকা বাবর আজম। পিসিএলে তারা খেলবেন করাচী কিংসের হয়ে।

দ্বিতীয় আসরের জন্য ইতোমধ্যে খেলোয়াড় ড্রাফটের তালিকা প্রস্তুত হয়ে গেছে। সেই তালিকায় আছেন বাংলাদেশের ১০ ক্রিকেটার। গতবারের মতো এবারো পাকিস্তান সুপার লিগে থাকছে পাঁচটি দল। মূল লড়াই শুরুর আগে ১৯ অক্টোবর হবে খেলোয়াড়দের ড্রাফট। এবারের আসরে ড্রাফটে আছে দেশি-বিদেশি মিলে ৪১৪ জন ক্রিকেটার। তালিকায় থাকা ক্রিকেটারদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এগুলো হলো প্ল্যাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমার্জিং।

পিএসলের দ্বিতীয় আসরে আগের আসর থেকে ক্রিকেটারদের মূল্য ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া ফাইনাল ম্যাচটি পাকিস্তানের মাটিতে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।

পিএসএলের প্রথম আসরে খেলোয়াড় ড্রাফট থেকে নেয়া হয় চার জন বাংলাদেশী ক্রিকেটারকে- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম। তবে ইনজুরির কারণে সেই আসরে অংশ নেননি মোস্তাফিজ।

গেইল-সাঙ্গা-বাবরদের মতো করাচি কিংসের হয়ে মাঠে নামবেন পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। আরও রয়েছেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম, পেসার মোহাম্মদ আমির, সোহেল খান আর ইংল্যান্ডের তারকা রবি বোপারা।

করাচির দলে সাঙ্গাকারা খেলোয়াড়ের পাশাপাশি দলের মেন্টর হিসেবেও কাজ করবেন। দলের প্রধান কোচ হিসেবে কাজ করবেন পাকিস্তান জাতীয় দলের কোচ মিকি আর্থার। দলের ডিরেক্টর আর উপদেষ্টা হিসেবে থাকছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ, সালিম ইউসুফ আর জালালউদ্দিন। এছাড়া, বোলিং কোচ এবং দলের আরেক উপদেষ্টা হিসেবে রয়েছেন আজহার মেহমুদ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here