স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির হযে মাঠে নামবেন বাংলাদেশী ক্রিকেটার বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
আজ বুধবার রাতে পিএসএল প্লেয়ার ড্রাফটে ডায়মন্ড ক্যাটাগরিতে বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে নিয়েছে দলটি।
পেশোয়ার জালমিতে সাকিবের সঙ্গী হিসেবে আছেন পাকিস্তানের তারকা শহীদ আফ্রিদি, ইয়ন মরগ্যান, ওয়াহাব রিয়াজ, ড্যারেন স্যামি ও মোহাম্মদ হাফিজরা।
সাকিবের দলের অধিনায়ক হলেন এ বছরই ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে আসা অধিনায়ক ড্যারেন স্যামি।
দলের ব্যাটিং কোচ ও মেন্টর হিসেবে কাজ করবেন পাকিস্তানের হয়ে এখনও টেস্ট ও ওয়ানডে খেলে যাওয়া ৩৮ বছর বয়সী ইউনুস খান। গত আসরে এই পেশোয়ার জালমির হয়েই খেলেছিলেন জাতীয় দলে সাকিবের সতীর্থ তামিম ইকবাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০