স্পোর্টস ডেস্কঃ গত নভেম্বর থেকে পাকিস্তান দলের পরিচালকের দায়িত্ব পেয়েছিলেন মোহাম্মদ হাফিজ। ডিসেম্বর–জানুয়ারিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে কাজ করেছেন প্রধান কোচ হিসেবেও। পাকিস্তান দুটি সিরিজেই হারে বড় ব্যবধানে—অস্ট্রেলিয়ায় তিন টেস্টের সিরিজ হারে ৩–০ ব্যবধানে, নিউজিল্যান্ডে পাঁচ টি–টোয়েন্টির সিরিজ ৪–১ ব্যবধানে। তারই জেরে হাফিজকে বিদায় বলে দিয়েছে পিসিবি।
তবে হাফিজ দাবি করেছেন, তাঁর সঙ্গে চুক্তি হয়েছিল লম্বা সময়ের জন্যই। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘আমি সব সময় পাকিস্তানকে সম্মান ও গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করেছি। ইতিবাচক পরিবর্তনের জন্য ক্রিকেট পরিচালকের দায়িত্ব আমি অনেক আগ্রহের সঙ্গে নিয়েছিলাম। আমাকে পিসিবি থেকে ৪ বছরের জন্য দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, নতুন নেতৃত্ব আসায় দুর্ভাগ্যজনকভাবে সেটাকে ২ মাসে নিয়ে আসা হয়। পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যতের জন্য শুভকামনা।’
হাফিজের দায়িত্বে থাকা অবস্থায় পাকিস্তান দল অস্ট্রেলিয়ায় তিন টেস্টের সিরিজ হারে ৩-০ ব্যবধানে, নিউজিল্যান্ডে পাঁচ টি-টোয়েন্টির সিরিজ ৪-১ ব্যবধানে। কেন এমন হার? সেই কারণ প্রকাশ করবেন হাফিজ। তিনি বলেছেন ‘সব সময়ের মতো আমি দায়িত্ব নেব, দায়িত্বে থাকার সময়ে দলের পারফরম্যান্সের জন্য জন্য আমি দায়বদ্ধ। সে হিসেবে ক্রিকেট সংশ্লিষ্ট ও ক্রিকেটের সঙ্গে সম্পর্ক নেই, অপেশাদার যেসব ঘটনার কারণে বাজে পারফরম্যান্স হয়েছে, তা প্রকাশ করব। সঙ্গেই থাকুন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post