স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচক কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে ওয়াহাব রিয়াজ ও আবদুল রাজ্জাককে। গত মাসে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতায় বাবর আজমের নেতৃত্ব নিয়ে আলোচনা-সমালোচনা চলছে অনেক। তবে প্রথম কোপটা পড়ল নির্বাচক কমিটির ওপর।
এদিকে পিসিবি থেকে বরখাস্ত হওয়ার পর এ প্রসঙ্গে প্রথমবারের মতো মুখ খুললেন ওয়াহাব। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক এই বাঁহাতি পেসার বলেন, ‘আমি বলতে পারি অনেক কিছু। তবে আমি দোষের অংশ হতে চাই না। পিসিবিতে নির্বাচক কমিটির সদস্য হিসেবে আমার সময় শেষ হতে যাচ্ছে। আমি আমার ভক্তদের জানাতে চাই যে খেলাটি আমি পছন্দ করি, সেটা বিশ্বাস এবং ভরসার সঙ্গে পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্য শতভাগ দিয়েছি।’
ওয়াহাব আরও বলেন, ‘নির্বাচক প্যানেলে কাজ করা আমার জন্য সম্মানের। সাত সদস্যের এই নির্বাচক প্যানেলে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেয়াটা সম্মানের বিষয়। সবার ভোটকেই সেখানে সমান গুরুত্ব দেয়া হয়েছে। যারা আমার জন্য দোয়া করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি পাকিস্তান ক্রিকেটের সুন্দর ভবিষ্যৎ কামনা করি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post