স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে খেলা চলাকালীন সময়ে সুসংবাদ পেলেন পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি। শনিবার রাওয়ালপিন্ডি টেস্টে খেলার মাঝপথে পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি। আফ্রিদির স্ত্রী আনশা আফ্রিদির কোলজুড়ে আসা পুত্রসন্তানের নাম রাখা হয়েছে আলী ইয়ার শাহিন আফ্রিদি।
শাহিন ও আনশা আফ্রিদির পুত্রসন্তান হওয়ার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েছে তাঁদের পরিবার। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের খবর, রাওয়ালপিন্ডি টেস্ট শেষ করেই বাড়ির উদ্দেশে রওনা দেবেন আফ্রিদি। এদিকে পারিবারিক কারণে দ্বিতীয় টেস্টে না–ও খেলতে পারেন পাকিস্তানি এই পেসার।
এদিকে, চলতি টেস্টে নামের প্রতি সেভাবে সুবিচার করতে পারছেন না এই বাঁ–হাতি পেসার। যদিও আজ চতুর্থ দিনে এসে দুই উইকেট তুলে বাংলাদেশের লাগামে টান দিয়েছেন কিছুটা। প্রথম উইকেটে হাসান মাহমুদকে ফিরিয়ে ছেলে সন্তানের আগমনের উদযাপন করেন শাহিন। দুই হাত দুলিয়ে সন্তানকে কোলে নেওয়ার মতো উদযাপন করেন। পরে সেঞ্চুরির পথে থাকা মেহেদী হাসান মিরাজকেও আগা সালমানে ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০