স্পোর্টস ডেস্ক:: যেখান থেকে শুরু করে ছিলেন, শৈশবের সেই ক্লাবে ফিরে গেলেন মার্সেলো। ব্রাজিলিয়ান এই তারকা তার বেড়ে উঠার ক্লাব ফ্লুমিনেন্সে যোগ দিয়েছেন। এই ক্লাবে খেলেই নাম লিখিয়ে ছিলেন রিয়াল মাদ্রিদের মতো বড় দলে।
শৈশবের ক্লাবে ফিরে গিয়ে দারুণ অনুভূতি প্রকাশ করেছেন মার্সেলো। ‘যেখান থেকে শুরু করেছিলাম, সেখানেই ফিরেছি এভাবেই নিজের নতুন গন্তব্যের নাম প্রকাশ করেন তিনি।
রিয়াল মাদ্রিদের হয়ে সবচেয়ে বেশি শিরোপা জয়ী মার্সেলোর নতুন ঠিকানা ফ্লুমিনেন্সে। তবে পারফরম্যান্সের পড়তির কারণে সম্প্রতি রিয়ালের একাদশে সুযোগ পাচ্ছিলেন না। রিয়াল মাদ্রিদ থেকে অলিম্পিয়াকোসে যোগ দেন। সেখানেও নিজেকে মেলে ধরতে পারেননি। তাই পাঁচ মাসে মাত্র ১০ ম্যাচেই বাতিল হয় সেই চুক্তি।
এরপরই ফ্লুমিনেন্সে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন ব্রাজিলিয়ান এই তারকা। নিজের নতুন গন্তব্যের খবর জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন- ‘আমি গ্রিসে অবিস্মরণীয় কিছু মূহুর্ত কাটিয়েছি। পিরাউস ও তাদের জনগণ আমার হৃদয়ে আছে। তবে এই অসাধারণ দেশটিতে এটাই শেষবার নয়। অলিম্পিয়াকোসে জার্সি গায়ে জড়ানোর জন্য কেবল কৃতজ্ঞতাই প্রকাশ করতে পারি। যদিও সময়টা খুব অল্প, তবে এখানকার অভিজ্ঞতা এবং আমি যেসব বন্ধুদের পেয়েছি তা আমার জীবনে চিরকাল স্মরনীয় হয়ে থাকবে। আমি অলিম্পিয়াকোসের সফল ভবিষ্যৎ কামনা করি। ধন্যবাদ, অলিম্পিয়াকোস।’
অলিম্পিয়াকোসও বিদায় জানিয়েছে মার্সেলোকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তারা লিখেছে, ‘পুরো অলিম্পিয়াকোস পরিবারের পক্ষ থেকে মার্সেলোকে ধন্যবাদ। আমাদের সঙ্গে অল্প সময়ের জন্য থেকেছ, কিন্তুু তা চিরস্থায়ী বন্ধন তৈরি করার জন্য যথেষ্ট।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post