স্পোর্টস ডেস্কঃ পর্তুগালের ক্লাব বেনফিকায় দ্বিতীয় অধ্যায় শুরু করলেন আনহেল ডি মারিয়া। জুভেন্টাস ছেড়ে সাবেক ক্লাবে পাড়ি জমালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই তারকা। বৃহস্পতিবার এক বিবৃতিতে তাঁর চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে পর্তুগিজ ক্লাবটি।
২০০৭ সালে ডি মারিয়া প্রথম যোগ দেন বেনফিকায়। ২০০৯ সালে পর্তুগিজ ক্লাবটির সঙ্গে তিন বছরের নতুন চুক্তি হয় তার। যদিও রিয়াল মাদ্রিদ তাঁকে ২০১০ সালে দলে নেয়। রিয়ালের হয়ে লা লিগা, কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগ, স্প্যানিশ সুপার কপা, উয়েফা সুপার কাপ, সব কিছুই জিতেই ২০১৪ সালে তিনি যোগ দেন ম্যানচেস্টার ইউনাউটেডে।
ইংল্যান্ডের পর ডি মারিয়ার গন্তব্য হয় ফ্রান্স। পিএসজিতে ৭ বছরে ৫ বার স্বাদ পান লিগ শিরোপা জয়ের। সঙ্গে ৫টি ফ্রেঞ্চ কাপ ও ৪টি লিগ কাপও জয় করেন। সেখান থেকে ইতালির ক্লাব জুভেন্টাসে খেলেন তিনি। এবার তুরিনের ক্লাবকে বিদায় বলে পুরনো ক্লাবে ফিরলেন আর্জেন্টাইন এই তারকা। বেনফিকায় তিনি পাবেন জাতীয় দল সতীর্থ নিকোলাস ওতামেন্দিকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০