স্পোর্টস ডেস্কঃ আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ ফাইনালে রোনালদোর জোড়া গোলে আল হিলালকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে আল নাসের। শনিবার রাতে কিং ফাহাদ স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে গড়ানো রোমাঞ্চকর ফাইনালে জয়ের নায়ক পর্তুগিজ তারকা।
দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে মাইকেলের গোলে লিড নেয় আল হিলাল। এরপর ৭১ মিনিটে লাল কার্ড দেখে দশ জনের দলে পরিণত হয় আল নাসের। রোনালদোর দল তখন চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বিসর্জন দেওয়ার পথে। কিন্তু হাল না ছাড়া পর্তুগিজ ফুটবলার ৭৪ মিনিটে গোল করে দলকে ম্যাচে ফেরান। দশ জন নিয়েও জেতা সম্ভব বুঝিয়ে দেন।
পরেই আরও এক ধাক্কা লাগে আল নাসের শিবিরে। ৭৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আরও এক ফুটবলার। নয় জনে পরিণত হয় দলটি। ৯০ মিনিটে ম্যাচ ১-১ সমতায় থাকায় অতিরিক্ত সময়ে যায় খেলা।সেখানে নয়জন নিয়েও ৯৮ মিনিটে গোল করে দলকে শিরোপার পথে তুলে নেন সাবেক রোনালদো।
রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও ম্যানইউ ফরোয়ার্ড রোনালদো ম্যাচের ১০ মিনিট থাকতে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন। বাকি সময়টা বহু কষ্টে পাড়ি দিয়ে শিরোপা উৎসব করেছে সৌদির ক্লাবটি। ম্যাচ শেষে সেরার পুরষ্কার জিতেছেন আল হিলালের মিলানঙ্কোভিচ-সাভিচ। আর তাতেই রোনালদো ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা বলছে, পুরস্কার ঘোষণার পর আয়োজকদের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন রোনালদো এবং তাদের কাছ থেকে এর ব্যাখ্যাও দাবি করেছেন। এ সময় আঙুল উঁচিয়ে দুইও দেখান রোনালদো। অর্থাৎ ফাইনালে দলকে জেতানোর পথে জোড়া গোল করাকেই ইঙ্গিত করেছেন পর্তুগিজ মহাতারকা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post