নিজস্ব প্রতিবেদকঃ আইপিএলের আসন্ন আসরে সাকিব আল হাসানের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সে ডাক পেয়েছেন ওপেনার লিটন কুমার দাস। এছাড়া মুস্তাফিজুর রহমান খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। এবারই প্রথম বাংলাদেশের ৩জন ক্রিকেটার অংশ নিচ্ছে আইপিএলে। কিন্তু প্রথমবার পাওয়া সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারবেন না তারা। আইপিএলের পুরো আসর খেলা হবে না সাকিবদের।
বাংলাদেশের ক্রিকেটারদের পুরো মৌসুম খেলার অনুমতি দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আইপিএল চলাকালীন ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজ খেলবে বাংলাদেশ। আবার মে মাসে আইপিএল চলাকালীন আয়ারল্যান্ড সফরে যাবে সাকিব-লিটনরা। তাই পুরো মৌসুম আইপিএলের দলগুলো পাবে না তাদের।
আইপিএলে ক্রিকেটারদের খেলা প্রসঙ্গে নাজমুল হাসান বলেন, ‘আমাদের এমন কোন পরিকল্পনা নেই। জাতীয় দলের খেলা বাদ দিয়ে অন্য কোন খেলায় অংশগ্রহণে অনুমতি দেয়ার পরিকল্পনা আমাদের নেই। এটা আমরা ওদের জানিয়েও দিয়েছি।’
লিটন ও সাকিবকে এবার ভিত্তিমূল্যে পেয়েছে কলকাতা। লিটনকে ৫০ লাখ রুপিতে এবং সাকিবকে দেড় কোটি রুপিতে দলে পায় আইপিএলের দুইবারের চ্যাম্পিয়নরা। কলকাতার হয়ে সাকিবের পারফরম্যান্স বেশি উজ্জ্বল। ৫৭ ম্যাচে তার উইকেট ৪৮টি। রান করেছেন ৫৯০, ফিফটি দুইটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post