নিজস্ব প্রতিবেদকঃ চলমান বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৪-৮ এপ্রিল। তবে এ সময় শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরও। ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে এ টুর্নামেন্ট। আর সেখানে অংশ নিতে জাতীয় দল থেকে ছুটি চেয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন এই তথ্য।
তবে দেশের খেলা থাকলে সেটা উপেক্ষা করে সাকিব-লিটনদের আইপিএল খেলার জন্য ছাড়া হবে না, এমনটা আগেই জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। নিজেদের সেই সিদ্ধান্তেই অটল থাকছেন তিনি। সিলেটে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন বোর্ড প্রধান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন পাপন।
সাকিব-লিটনদের আইপিএলের জন্য ছাড়া হবে কিনা প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘দেখেন আমি আপনাদের আগেও এই কথা বলেছি। যখন নিলামে ডাকা হয়, তার আগে আমাদের কাছে জানতে চেয়েছে ওদের (সাকিব-লিটন) কখন পাওয়া যাবে। আমরা ওদের (ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ) জানিয়েছি। এটা জেনেই ওদের দলে নিয়েছে। সিম্পল।’
পাপন আরো বলেন, ‘বাংলাদেশের খেলার সময় তাদেরকে ওখানে খেলার (আইপিএল) আমি কোন অপশনই দেখি না। এইটা যদি এমন হতো ওদেরকে আমরা বলেছি যে ভেবে চিন্তে দেখতেও পারি, এরকম কোন অপশন দিয়েছি খেলোয়াড়দের বা আইপিএলকে। তাহলে সন্দেহ থাকত। আমরা তো পরিস্কার বলেই দিয়েছি। আমরা এখন পর্যন্ত ওই সিদ্ধান্তেই আছি। সিদ্ধান্ত বদল হওয়ার আমি কোন সম্ভাবনা দেখি না। সত্যি কথা বলতে। যদি কখনো সিদ্ধান্ত বদল হয় আপনাদেরকে আগেই জানাব। তবে এখনো আগের সিদ্ধান্তই বহাল আছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post