স্পোর্টস ডেস্কঃ চোটের কারণে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে যাওয়া জোফরা আর্চারকে পাবে না ইংল্যান্ডও। আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে এই পেসারের সার্ভিস পাবে না বেন স্টোকসের দল। ইতোমধ্যে আইরিশদের বিপক্ষে চারদিনের টেস্ট ম্যাচের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ঘোষিত দলে নেই আর্চার। শুধু এই ম্যাচ নয়, পুরো ইংলিশ গ্রীষ্মেই আর মাঠে নামতে পারবেন না তিনি।
ইংল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর রব কি আর্চারের চোট প্রসঙ্গে বলেন, ‘আর্চারের জন্য সময়টা হতাশাজনক এবং বিরক্তিকর। লম্বা সময়ের জন্য তাকে মাঠের বাইরে রাখা কনুইয়ের চোট মাথাচাড়া দেওয়া না পর্যন্ত সে ভালো উন্নতি করছিল। তার সেরে ওঠা কামনা করছি। আমি নিশ্চিত, যে সংস্করণেই হোক জফ্রা তার সেরা অবস্থায় ফিরবে এবং ইংল্যান্ডকে ম্যাচ জেতাবে। আশা করি, সেটা খুব শিগগিরই।’
এদিকে এবারের আইপিএলে চোটে কাবু আর্চার মুম্বাইয়ের জার্সিতে সবমিলিয়ে খেলেছেন ৫ ম্যাচ। ডানহাতি এই পেসার ৫ ম্যাচে ৯৫ গড়ে ও ওভার প্রতি ৯.৫ ইকোনমি রেটে মাত্র ২ উইকেট নিতে সক্ষম হয়েছেন। আর্চার না থাকলেও সামান্য চোটে পড়া পেসার জেমস অ্যান্ডারসন আছেন ইংলিশদের দলে। কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার সময় চোটে পড়েছিলেন তিনি। খানিকটা শঙ্কা থাকলেও দলে রাখা হয়েছে তাকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০