পুরো নির্বাচক প্যানেলকে বরখাস্ত করলো ভারত

0
70

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনে ব্যর্থ হয়েছে ভারত। সেমি ফাইনাল থেকেই বিদায় নিয়েছে দলটি। শেষ চারের লড়াইয়ে ইংল্যান্ডের কাছে পাত্তায়ই পায়নি দলটি। দেখেছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হার। এই হারে ট্রফির রেস থেকে ছিটকে যায় মেন ইন ব্লু’রা। শিরোপা খরা কাটাতে গিয়ে আরও একবার স্বপ্নভঙ্গ হয় রোহিত শর্মার দলের।

বিশ্বকাপে এমন ব্যর্থতার জেরে ভারত দলের ভেতর জ্বলছে আগুন। কেন এই ব্যর্থতা তার তদন্ত হয়। এবার আসলো ছাঁটাইয়ের খবর। আর সেই ছাঁটাইয়ে সবার আগে কোপ পড়েছে নির্বাচক প্যানেলের উপর। চেতন শর্মার নেতৃত্বাধীন ৪ সদস্যের পুরো নির্বাচক প্যানেলকে বরখাস্ত করেছে বিসিসিআই।

বিসিসিআই ২০২০ সালে নির্বাচক হিসেবে নিয়োগ দেয় চেতন শর্মা, সুনীল জোশি, হরভিন্দর সিং ও দেবাশিষ মোহান্তিকে। এরপর ২০২১ সালে বিসিসিআইয়ের এজিএমে চেতন শর্মাকে প্রধান নির্বাচক করা হয়। এবার এদের সবাইকে বরখাস্ত করেছে রজার বিনির নেতৃত্বাধীন বিসিসিআই।

ধারণা করা হচ্ছে, বিসিসিআই এবার কোপ ফেলতে পারে অধিনায়ক ও কোচের উপরও। বিশেষ করে রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া হতে পারে টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে। তবে এসব ব্যাপারগুলো নিজেদের ভেতরই গোপন রাখছে বিসিসিআই।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here