স্পোর্টস ডেস্ক: কাঁধের অস্ত্রোপাচাের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মুস্তাফিজুর রহমান। দীর্ঘ পুর্নবাসন প্রক্রিয়ার প্রায় শেষ পর্যায়ে এসে গেছেন মুস্তাফিজ।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে মেহেদী হাসান মিরাজকে দেখে অনেকেই ভাবছেন ইশ যদি মুস্তাফিজ থাকতেন, তাহলে তো সিরিজ জয়ী দলই হতো বাংলাদেশ। যেখানে নবাগত মিরাজ স্পিনে নাকানি-চুবানি খাইয়েছেন ইংলিশ ব্যাটসম্যানদের, সেখানে মুস্তাফিজ থাকলে চিত্রনাট্যটা হতে পারতো অন্য রকম।
তবে আর বেশি দিন এমন অপেক্ষা নয়, নিউজিল্যান্ড সিরিজেই দেখা যেতে বাংলাদেশের নতুন এই তারকাকে। দীর্ঘ পুর্নবাসন প্রক্রিয়া শেষ পর্যায়ে। শীঘ্রই মাঠে নামছেন তিনি।
কেননা কাঁধের অস্ত্রোপচারের পর পুণর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা মোস্তাফিজের উন্নতি হচ্ছে দ্রুত। এরই মধ্যে প্রথম দুই ধাপের কাজ শেষ করেছেন কাটার মাস্টার। এবার অপেক্ষায় তৃতীয় ধাপের কাজ শুরু করার।
আগামী দুই-তিন দিনের মধ্যেই মোস্তাফিজের তৃতীয় ধাপের কাজ শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। এ ধাপে কাজ হবে স্কিল নিয়ে। মোস্তাফিজ টেনিস বলে চেষ্টা করবেন বোলিং, শ্যাডো ও থ্রোয়িং করার। ছন্দ ফিরে পেলে হাতে নেবেন ক্রিকেট বল।
মুস্তাফিজুর রহমানের পুর্নবাসনের তৃতীয় ধাপের প্রক্রিয়াটি ৪-৬ সপ্তাহের। এ প্রক্রিয়াটি সফলভাবে শেষ করতে পারলে ম্যাচ প্র্যাকটিসে নামবেন মোস্তাফিজ। এ ব্যাপারে দেবাশীষ চৌধুরী বলেন, ‘দ্বিতীয় ধাপের কাজ নির্ধারিত সময়ের আগে শেষ করাটা নিঃসন্দেহে ভালো লক্ষন। এবার মোস্তাফিজ তৃতীয় ধাপে যাবে। যেখানে স্কিল নিয়ে কাজ করা হবে। এখানে ডাক্তার-ফিজিওর চেয়ে কোচের সহায়তা বেশি গুরুত্বপূর্ণ হবে।’
বিসিবির চিকিৎসক বলেন, ‘তৃতীয় ধাপের মেয়াদ ৪-৬ সপ্তাহ। ঠিকঠাক এগুলে ম্যাচ প্র্যাকটিসে নামতে পারবেন মোস্তাফিজ। অস্ত্রোপচার যিনি (অ্যান্ড্রু ওয়ালেস) করেছেন তার সাথে কথা হয়েছে। তার আশা, যেহেতু দ্বিতীয় ধাপের রেসপন্স ভালো তাই তৃতীয় ধাপে তেমন সমস্যা হওয়ার কথা না। মোস্তাফিজ যেন বাড়তি কাজ না করে এ পরামর্শ দেয়া হবে।’-যোগ করেন বিসিবির এ চিকিৎসক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০