স্পোর্টস ডেস্কঃ সাদা পোশাকে বছরটা দুর্দান্ত কাটাচ্ছেন জনি বেয়ারস্টো। এই ইংলিশ ব্যাটার রান করেই যাচ্ছেন টেস্টে। যার ধারাবাহিকতা ধরে রাখলেন ভারতের বিপক্ষেও। প্রথম ইনিংসে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন ডানহাতি ব্যাটার। ১৪০ বলে খেলেছেন ১৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ১০৬ রানের ইনিংস।
তবে সেঞ্চুরি হাঁকাতে গিয়ে বেয়ারস্টো ছিলেন বেশ আগ্রাসী। ধীর গতিতে ইনিংস শুরু করলেও, সেঞ্চুরি হাঁকানোর সময় টি-টোয়েন্টি মেজাজে ছিলেন তিনি। প্রথম ১৩ রান করতে ৬১ বল খেলেন বেয়ারস্টো। এরপর ফিফটি পূরণ করতে পরের ২০ বলে ৩৭ রান করেন। আর সেঞ্চুরি পূরণ করতে গিয়ে পরের ৫০ রানের জন্য খেলেন মাত্র ৩৮ বল।
বেয়ারস্টোর এই হঠাৎ আগ্রাসন মূলত বিরাট কোহলির স্লেজিংয়ের কারণেই। ম্যাচের দ্বিতীয় দিন বেয়ারস্টোর সাথে স্লেজিংয়ে মেতেছিলেন কোহলি। তৃতীয় দিনও একই কাজ করেন ভারতীয় তারকা। একটা সময় এমন হয়, ইংলিশ অধিনায়ক বেন স্টোকস এসে থামান সেই তর্কযুদ্ধ। এরপরই বেয়ারস্টোর আগ্রাসী ব্যাটিং দেখা যায়।
বলার অপেক্ষা রাখে না বেয়ারস্টোর আগ্রাসী সেঞ্চুরি কোহলির স্লেজিংয়েরই জবাব। আর এই নিয়ে এক টুইট করেছেন ভারতের সাবেক তারকা বীরেন্দ্রর শেবাগ। স্লেজিংয়ের আগের ও পরে স্ট্রাইকরেটের হিসেবে দিয়ে জানিয়েছেন, পূজারার মতো ব্যাট করছিল বেয়ারস্টো, আর তাকে অযথাই পন্ত বানিয়ে দিল কোহলি।
এক টুইটে বেয়ারস্টো লেখেন, ‘পূজারার মতো খেলছিল, কোহলি ওকে (জনি বেয়ারস্টোকে) পন্ত বানিয়ে দিয়েছে, অহেতুক স্লেজিং করে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা