স্পোর্টস ডেস্কঃ দীর্ঘ দিন ধরেই চোট সমস্যায় ভুগছেন জোর্ফ্রা আর্চার। ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে আর্চারের খেলা নিয়ে আছে সংশয়। তবে সেই জায়গায় কিছুদিন আগে আশার বাণী শুনিয়েছেন আর্চারের কাউন্টি দল সাসেক্সের প্রধান কোচ পল ফারব্রেস।
২০১৯ ওয়ানডে বিশ্বকাপজয়ী আর্চার এখন লড়াই করছেন চোটের সাথে। দীর্ঘদিন বিরতি দিয়ে মাঝে ক্রিকেটে ফিরেছিলেন। তবে আবারও পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। যার কারণে মিস করছেন চলমান অ্যাশেজ সিরিজও। খেলার ফেরার আগে দুই টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আরও একটি অ্যাশেজ এবং অন্যান্য সিরিজ মিস করেছিলেন। এবার শঙ্কা জেগেছে, আগামী ওয়ানডে বিশ্বকাপে আর্চারের খেলা নিয়ে।
তবে ক্যারিবিয়ান বংশদ্ভূত এই ক্রিকেটারকে নিয়ে আশার বাণী শুনিয়েছিলেন পল ফারব্রেস। সাসেক্সের এই কোচ জানিয়েছিলেন, বিশ্বকাপে খেলার জন্য বর্তমানে ঠিক পথেই আছেন আর্চার। এবার জনপ্রিয় গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, পুরোপুরি ফিট না হলেও, আর্চারকে বিশ্বকাপে খেলতে নিয়ে যাবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
মূলত আর্চারের পারফরম্যান্স যথেষ্ট ভালো। চোট থেকে ফেরার পরও দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে ৪ ম্যাচে ১২ উইকেট শিকার করেছেন। গেল ওয়ানডে বিশ্বকাপে ২০ উইকেট শিকার ইংলিশদের শিরোপা জেতাতে সহায়তা করেছেন। সব বিবেচনা করেই আর্চারকে এবারের বিশ্বকাপ দলে রাখতে চাইছে ইংল্যান্ড। এছাড়া বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে পরখ করে দেখে নেওয়া হতে পারে আর্চারকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post