স্পোর্টস ডেস্কঃ দুটি চার দিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলতে মঙ্গলবার সন্ধ্যায় পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। কিন্তু সফরটি পিছিয়ে দেওয়া হয়েছে। আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার রাতে খবরটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মূলত দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় অন্তত ৪৮ ঘণ্টার জন্য পিছিয়ে দেওয়া হলো এই সফর। পরবর্তী সিদ্ধান্তের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বিসিবি। এদিকে বাংলাদেশ টেস্ট দলের ৪ সদস্য মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয় ও শাহাদাত হোসেন দিপু ‘এ’ দলের সঙ্গে পাকিস্তান যাবেন।
‘এ’ দলের সিরিজ শেষ না হতেই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে আগামী ১৭ অগাস্ট পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় দল। রাওয়ালপিন্ডিতে ২১ অগাস্ট শুরু হবে প্রথম টেস্ট। আর করাচিতে দ্বিতীয় ম্যাচ শুরু হবে ৩০ অগাস্ট। এর আগে ‘এ’ দলের ম্যাচ শুরু হবে ইসলামাবাদে ১০ অগাস্ট। প্রথম চার দিনের ম্যাচের পর একই মাঠে পরের চার দিনের ম্যাচটি শুরু হবে ১৭ অগাস্ট। পরে ২৩, ২৫ ও ২৭ অগাস্ট ইসলামাবাদেই হবে এক দিনের ম্যাচ তিনটি।
প্রথম চার দিনের ম্যাচের স্কোয়াড: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহিদুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, তানভির ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান, রেজাউর রহমান, রুয়েল মিয়া।
দ্বিতীয় চার দিনের ম্যাচের স্কোয়াড: এনামুল হক, মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, সৌম্য সরকার, শাহাদাত হোসেন, মোসাদ্দেক হোসেন, জাকের আলি, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, হাসান মুরাদ, তানভির ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান, রেজাউর রহমান, রুয়েল মিয়া।
ওয়ানডে সিরিজের স্কোয়াড: সৌম্য সরকার, এনামুল হক, মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, জাকের আলি, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, তানভির ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান, রেজাউর রহমান, রুয়েল মিয়া।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০