স্পোর্টস ডেস্ক:: এমবাপের গোলে এগিয়ে যাওয়া ম্যাচে জয় পেলে পিএসজির শেষ ষোল উঠার পথটা সহজ হয়ে যেতো। কিন্তুু বেনফিকার বিপক্ষে জিততে পারেনি নেইমাররা। দুই দলের ৮ পয়েন্ট করে হওয়াতে ঝুলে গেছে তাদের শেষ ষেলোর হিসেব।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ‘জি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিলো বেনফিকা ও পিএসজি। ম্যাচটির প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধ মিলিয়ে দু’টি পেনাল্টি এসেছে। দুই দল গোলও করেছে। শেষ পর্যন্ত পিএসজিকে ১-১ গোলে রুখে দিয়েছে বেনফিকা।
ম্যাচের ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে এগিয়ে দেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। চোটের কারণে ম্যাচটি খেলেননি লিওনেল মেসি। নেইমাররা সে ভাবে জ্বলে উঠতে পারেননি। তাই লিড নিয়ে জয় পাওয়া হয়নি। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় নেইমারের দল।
দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে বেনফিকাও পেনাল্টি পেয়ে যায়। ম্যাচের ৬৩তম মিনিটে পেনাল্টি থেকে মারিও গোল করে বেনিফাকাকে ১-১ গোলের সমতায় ফেরান। বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও পিএসজি আর ব্যবধান বাড়াতে পারেনি।
শেষ পর্যন্ত ম্যাচটি নিষ্পত্তি হয় ১-১ গোলের ড্র’তে। তাতে করে বেনফিকার সঙ্গে পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়তে হয় পিএসজিকে। চার ম্যাচে দুই জয় ও দুই হারে পিএসজির পয়েন্ট আট। তাদের প্রতিপক্ষ বেনফিকাও চার ম্যাচে দু’টি জিতেছে, দু’টি হেরেছ, তাদের পয়েন্টও আট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০