পেনাল্টি মিসের ম্যাচে গোল করিয়ে হিলালকে শীর্ষে তুললেন নেইমার

0
2701

স্পোর্টস ডেস্কঃঃ সৌদির প্রো লিগের শীর্ষে উঠেছে নেইমারদের আল হিলাল। রাতের ম্যাচে শাবাব ক্লাবকে ২-০ ব্যবধানে হারিয়েছে নেইমারের ক্লাব।

ব্রাজিলিয়ান তারকার পেনাল্টি মিসের ম্যাচে হিলাল জিতেছে তারই করা এ্যাসিস্টে।

প্রথামার্ধেই লিড নিতে পারতো আল হিলাল। ম্যাচের আধঘন্টার মাথায় পেনাল্টি পায় দলটি। ৩৫তম মিনিটে পেনাল্টি মিস করে বসেন নেইমার। শাবাবের গোলরক্ষক কিম রুখে দেন এই তারকাকে। হিলালের তাই এগিয়ে যাওয়া হয়নি। গোল শুন্য সমতায় রেখে বিরতিতে যায় দুই দল।

বির‍তির পর অবশ্য দলকে লিড এনে দিতে অবদান রাখেন নেইমারই। ৬৮তম মিনিটে তার এ্যাসিস্ট থেকে গোল করে বুখালি হিলালকে এগিয়ে দেন ১-০ গোলে।

পিছিয়ে পড়া শাবাব ম্যাচে ফেরার চেষ্টা করে। তবে গোলের দেখা পায়নি।মিনিট দশেক পরে ব্যবধান বাড়িয়ে নেন মোত্রিভিচিক। তার গোলে হিলাল এগিয়ে যায় ২-০ গোলে।

শাবাব আর ম্যাচে ফিরতে পারেনি। ২-০ গোলের জয়ে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে মাঠ ছাড়ে আল হিলাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here