পেনাল্টি মিস হতেই পারে- আনচেলত্তি

0
71

স্পোর্টস ডেস্কঃ ওসাসুনার বিপক্ষে পেনাল্টি মিস করেছেন করিম বেনজেমা, গোলটা করতে পারলে জয় নিশ্চিত হয়ে যেত রিয়াল মাদ্রিদের। ফলে ১০ জনের ওসাসুনার বিপক্ষে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছে তারা। তাতে বার্সাকে শীর্ষ থেকে নড়াতে পারেনি লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচের ৮০তম মিনিটে বেনজেমাকে ফাউল করে ওসাসুনার ডেভিড গার্সিয়া লাল কার্ড দেখেন, রিয়ালকে দেওয়া হয় পেনাল্টি। তবে বেনজেমা সেই পেনাল্টি কাজে লাগাতে পারেননি। তার নেওয়া শটটা গিয়ে প্রতিহত হয়েছে ক্রসবারে। যার ফলে গোলের দেখা আর পায়নি রিয়াল।

এই নিয়ে শেষ ৭টি পেনাল্টির ৫টিই মিস করল রিয়াল। যার মধ্যে ৪টিই মিস করেছেন বেনজেমা। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র’তে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় লস ব্ল্যাঙ্কোসদের। আর এই সুযোগে লা লিগার শীর্ষস্থান দখল করে নিয়েছে বার্সেলোনা।

পেনাল্টি মিস হতেই পারে, পয়েন্ট হারানোর পর বলছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেন, ‘জয়টা আমাদের প্রাপ্য ছিল, তবে আমরা পেনাল্টিতে সুযোগ পেয়ে হাতছাড়া করলাম। যদিও এটা স্বাভাবিক। হোঁচট আসতেই পারে। বেনজেমা তার কাজ করেছে। খুব ভালো খেলেই সে পেনাল্টিতে সুযোগটি পেয়েছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি। দুর্ঘটনা হতেই পারে মাঝেমধ্যে। সামনে এগোতে হবে আমাদের।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here