স্পোর্টস ডেস্ক:: লা লিগায় বার্সার শিরোপা জয়ের পথ পরিস্কার করলো রিয়াল মাদ্রিদ। আত্মঘাতী গোলে এগিয়ে গিয়ে সমতায় ফেরে। আবারো এগিয়ে গিয়েও জিততো পারলো না রিয়াল মাদ্রিদ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবার হয়তো বার্সার কাছে শিরোপা হারাতেই যাচ্ছে। ভিয়ারিয়ালের বিপক্ষে এই হারে শিরোপার রেসে পিছিয়ে পড়লো তারা।
ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতে আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিলো রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধেই ভিয়ারিয়াল ভুল শুধরে সমতায় ফেরে। দ্বিতীয়ার্ধে ভিনিসিউস জুনিয়র দলকে আবারো এগিয়ে দেন। তবুও জিততে পারেনি দলটি।
ম্যাচের শুরুতেই রিয়াল মাদ্রিদ এগিয়ে যায়। ভিয়ারিয়ালের পাউ টরেস নিজেদের জালেই বল জড়ান। ১৬তম মিনিটে লিড পাওয়া মাদ্রিদ প্রথমার্ধ পর্যন্ত ধরে রাখতে পারেনি লিড। ম্যাচের ৩৯তম মিনিটে সামিউল চুকউজের গোলে সমতায় ফেরে ভিয়ারিয়াল। ১-১ গোলের সমতায় ম্যাচ রেখে বিরতিতে যায় দুই দল।
বিরতির দ্বিতীয়ার্ধের শুরুতে আবারো এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৪৮তম মিনিটে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়রের গোলে ২-১ ব্যবধান করে মাদ্রিদরা। এই লিডও ধরে রাখতে পারেনি দলটি। ম্যাচের ৭০তম মিনিটে হোসে লুইস মোরালেসের গোলে আবারো সমতায় ফেরে ভিয়ারিয়াল।
সমতায় থাকা ম্যাচে রিয়াল মাদ্রিদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন সামিউল চুকউজ। ম্যাচের ৮০তম মিনিটে তার গোলেই নিশ্চিত হয়ে ভিয়ারিয়ালের জয়। দুই বার এগিয়ে যাওয়া রিয়াল হতাশা নিয়েই মাঠ ছাড়ে।
এই হারে শিরোপার দৌড় থেকে পিছিয়ে পড়লো দলটি। ২৮ ম্যাচে ১৮ জয়ে ম্রাদিদের পয়েন্ট ৫৯। শীর্ষে থাকা ৭১ পয়েন্ট নিয়ে শিরোপার দৌড়ে বেশ ভালো মতোই আছে। ২৭ ম্যাচে জাভির দল জিতেছে ২৩ ম্যাচ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০