স্পোর্টস ডেস্কঃ কাতার বিশ্বকাপে একরাশ হতাশা উপহার দিয়েছিল জার্মানি। টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার তিক্ততা পায়। তবে সেটিকে পেছনে ফেলে নতুন উদ্যোমে চলতে চায় চার বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই নতুনের শুরুটা ভালো হলো জার্মানদের।
প্রীতি ম্যাচে পেরুকে ২-০ গোলে হারিয়েছে জার্মানি। ঘরের মাঠ মেওয়া অ্যারেনায় পেরুকে পাত্তায়ই দেয়নি দলটি। আক্রমণাত্বক ফুটবল খেলে প্রথমার্ধেই দুই গোল আদায় করে নিয়েছে হান্স ফ্লিকের শিষ্যরা।
ম্যাচের ১২তম মিনিটেই লিড নেয় জার্মানি। গোল করেন নিকলাস ফুয়েলখুগ। এই নাম্বার নাইনের গোলে লিড নিয়ে আর আক্রমণাত্বক হয় জামার্নি। স্বাগতিকদের দ্বিতীয় গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ৩৩তম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে দলটি। এবারও সেই একই গোলদাতা ফুয়েলখুগ।
জোড়া গোল করে প্রথমার্ধেই জয়ের রেখা টেনে দেন এই ফরোয়ার্ড। এরপর আর ম্যাচে হয়নি কোনো গোল। তবে আধিপত্য ধরে রেখেই খেলতে থাকে জার্মানি। দ্বিতীয়ার্ধে পেরু খানিকটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তবে আক্রমণের চেষ্টা করলেও, গোলমুখে কোনো শট নিতে পারেনি দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post