পেরেরার অভিষেক সেঞ্চুরিতে বড় লিডে শ্রীলঙ্কা

0
22

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে কুশল পেরেরার টেস্ট ক্যারিয়ারের অভিষেক সেঞ্চুরিতে প্রথম টেস্টে বড় লিডের পথে শ্রীলঙ্কা।

হারারে স্পোর্টস ক্লাবে স্বাগতিকদের বিপক্ষে প্রথম দিন শেষে চার উইকেট হারিয়ে ৩১৭ রানে শেষ করেছে লঙ্কানরা।

টসে জিতে উদ্বোধনী জুটিতেই ১২৩ রানের পার্টনারশিপ গড়েন দিমুথ করুনারত্নে ও কুশাল সিলভা। করুনারত্নে ৫৬ রানে আউট হন। তবে মাত্র ছয় রানের জন্য ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি বঞ্চিত হন সিলভা।

এর পরের গল্পটা শুধুই পেরেরার। দারুণ কিছু শট খেলে তুলে নেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১২১ বলে ১৫ চার ও দুই ছক্কায় ১১০ রান করে গ্রায়েম ক্রেমারের বলে ফেরেন তিনি। উপল থারাঙ্গা ও ধনাঞ্জয়া ডি সিলভা অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।

এদিকে ঘরের মাঠে নিজেদের ইতিহাসে শততম টেস্ট খেলতে নেমেছে জিম্বাবুয়ে। তাই সমর্থকদের আশা এই ম্যাচে ভালো কিছু করে দেখাবে দলটি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here