পেলের জন্য চ্যাম্পিয়ন হতে চান ভিনিসিয়াস

0
82

স্পোর্টস ডেস্কঃ বয়স হয়েছে। স্বাভাবিকভাবে বার্ধক্যজনিত সমস্যা রয়েছে। তবে এছাড়া সবচেয়ে বড় যে সমস্যা, দীর্ঘ সময় ধরে ক্যান্সারের সাথে লড়ছেন এই কিংবদন্তি। ফুটবলের রাজাকে নিয়মিত কেমোথেরাপি নিতে হয়। গেল কিছুদিন ধরে পেলের অবস্থা খারাপ।

হাসাপাতালে লাইফ সাপোর্টে যেতে হয় তাঁকে। পুরো বিশ্বে কোটি কোটি সমর্থকরা প্রার্থনা করেন পেলের জন্য। সবার সেই সুস্থ হওয়ার কামনা বৃথা যায়নি। এখন আগের থেকে অনেকটাই সুস্থ পেলে। সবাই যে যেভাবে পারছেন পেলেকে স্মরণ করছে। বিশ্বকাপ খেলতে কাতারে অবস্থান করা ব্রাজিল দলও পেলেকে স্মরণ করেছে।

সোমবার দিবাগত রাত ১টায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে ৪-১ গোলের জয় শেষে পেলের নাম ও ছবির পতাকা টাঙিয়ে বার্তা দেন ব্রাজিলের সব ফুটবলার। জয় উৎসর্গ করেন তাঁকে। ম্যাচ শেষে দলের তরুণ তুর্কি ভিনিসিয়াস জুনিয়রও স্মরণ করেছেন পেলেকে। জানিয়েছেন, পেলের জন্য এবারের বিশ্বকাপ জিততে চান তিনি। এছাড়া দ্রুত সুস্থতাও কামনা করেছেন।

ভিনিসিয়াস বলেন, ‘আমি পেলেকে বড় আলিঙ্গন পাঠাতে চাই। এই জয়টা তাঁর জন্য। আমি আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে এবং তিনি এই কঠিন সময় থেকে বের হয়ে আসবেন। আমরা তাঁর জন্য চ্যাম্পিয়ন হতে চাই।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here