পেসারদের রাজত্বে অসহায় আয়ারল্যান্ড

0
110

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের পেস বোলারদের তোপে কুপোকাত আয়ারল্যান্ডের ব্যাটাররা। সিলেটে বৃহস্পতিবার আগে ব্যাট করে আইরিশরা থেমেছে মাত্র ১০১ রানে। টস হেরে ফিল্ডিংয়ে নামা টাইগার পেসাররা শুরু থেকেই ছিলেন আগ্রাসী। হাসান মাহমুদ-তাসকিন আহমেদ-এবাদত হোসেনের বোলিংয়ের সামনে বেশ বেগ পেতে হয় সফরকারীদের।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের হয়ে লড়াই করেছেন কেবল কার্টিস ক্যাম্ফার। ৪৮ বল খেলে ৩৬ রান করেছেন তিনি। টাইগার বোলারদের মধ্যে হাসান নিয়েছেন ৫ উইকেট। তাসকিনের শিকার ৩ ও এবাদতের ২ উইকেট। টস জিতে আগে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন হাসান। দলীয় ১২ রানে প্রথম উইকেট হারায় আইরিশরা।

ওপেনার স্টিফেন ডোহেনি পঞ্চম ওভারে ফিরে যান। হাসানের বলে উইকেটকিপার মুশফিকুর রহিমের কাছে ক্যাচ দিয়ে ফিরেন ৮ রান করে। টিকতে পারেন নি পল স্টার্লিংও। ডোহেনির পর ইনিংসের নবম ওভারে হাসানের শিকার হন তিনি। ১ চারে ১২ বলে ৭ রান করেছেন আইরিশ তারকা। এরপর অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি-হ্যারি টেক্টরও ফিরে যান।

টেক্টর রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন। হাসানের ভেতরে ঢোকা ডেলিভারিতে সময় মতো ব্যাট নামিয়েছিলেন তিনি। কিন্তু তার ব্যাটে লাগার আগে ছুঁয়ে যায় সামনের প্যাড। এরপর রিভিউ নেন বাংলাদেশের অধিনায়ক তামিম। আর রিভিউতে সফল হলে আরেকবার উৎসবে মাতেন ফিল্ডাররা।

টেক্টরের পরই আউট হন অধিনায়ক বালবার্নিও। উইকেট শিকারে যোগ দেন তাসকিন। এই পেসারের অফ স্টাম্পের বাইরের লেংথ বলটি শরীর থেকে দূরে খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দেন অধিনায়ক বালবার্নি। স্লিপে সহজ ক্যাচ নিয়েছেন নাজমুল হোসেন। ২৬ রানে চতুর্থ উইকেট হারানো আয়ারল্যান্ডের ইনিংস মেরামতের চেষ্টায় থাকেন ক্যাম্ফার-টাকার জুটি।

দুজনের ৪২ রানের জুটি টাকারকে ফিরিয়ে  ভাঙেন এবাদত হোসেন। আইরিশ এই ব্যাটারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। পরের বলে জর্জ ডকরেলকে সরাসরি বোল্ড করেন এবাদত। টাকার ৩১ বলে করেন ২৮ রান। ডকরেল নামের পাশে কোনো রানই যোগ করতে পারেননি। পরে তাসকিন তুলে নেন অ্যান্ডি ম্যাকব্রাইনকে। একই ওভারে তিনি মার্ক অ্যাডায়ারের উইকেটও পান।

সর্বোচ্চ রানের ইনিংস খেলা ক্যাম্ফার পরাস্ত হন হাসান মাহমুদে। ৩৬ রানে তাকে তাসকিনের ক্যাচ বানান মাহমুদ। আইরিশদের সবশেষ উইকেটটিও যায় হাসানের ঝুলিতে। গ্রাহাম হিউম করে এলবিডব্লিউর ফাঁদে ফেলে প্রথমবার পাঁচ উইকেটের স্বাদ পান ডানহাতি এই পেসার। ১০২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here