স্পোর্টস ডেস্কঃ সাম্প্রতিক সময়ে পারফর্ম করছেন পেসাররা। টাইগার পেসাররা নিয়মিতই অবদান রাখছেন ম্যাচে। আর এর শুরুটা মূলত তাসকিন আহমেদকে দিয়ে। এই পেসার, কঠোর পরিশ্রম করে ফিরে এসেছেন আবারও। ইনজুরি কাটিয়ে ফিটনেসের পাশাপাশি বোলিংয়েও উন্নতি করেছেন। আর সেটা ঢেলে দিয়েছে ম্যাচে। নিয়মিত পারফর্মারদের একজন এখন তাসকিন।
টাইগারদের এই স্পিডস্টারের অভাবনীয় উন্নতি আলাদাভাবে নজর কেড়েছে সবার। তাসকিনের মতো উন্নতির মানসিকতা এখন দেশের অন্যান্য পেসারদের মাঝেও ছড়িয়ে গেছে। যার সফলতাও পাচ্ছে বাংলাদেশ দল। শরিফুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদরা পারফর্ম করছেন। সবশেষ উইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেও, সেটার দেখা মেলেছে।
আর এজন্য তাসকিনকেই কৃতিত্ব দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। পেসারদের মধ্যে এই পরিবর্তনটা দরকার ছিল বলে জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। আর সব মিলিয়ে এই উন্নতিতে বেশ খুশি সাকিব।
সাকিব বলেন, ‘একটা বড় কৃতিত্ব দিতে হয় তাসকিনকে। তাসকিন আসলে শেষ দুই-তিন বছরে দেখিয়ে দিয়েছে যে, কীভাবে আসলে একজন পেস বোলার বড় হতে পারে কিংবা সামনের দিকে এগোতে পারে, ব্যাকরণভাবে কীভাবে উন্নতি করতে পারে। আমি মনে করি তাকে অনেকেই অনুসরণ করে। আমাদের পেস বোলারদের ভালো করার পেছনে এটা বড় একটা কারণ।’
সাকিব আরও বলেন, ‘শেষ অনেক দিন ধরেই পেস বোলাররা ভালো বোলিং করছে। তাদের মধ্য চেষ্টাও অনেক বেশি, এটা আমার কাছে মনে হয় সবথেকে বেশি দরকার। তারা বিশ্বাস করে যে, অনেক কিছু পরিবর্তন করতে পারে। তো এই বিশ্বাসটা তাদের আছে, তারা চেষ্টা করে। তারা একসাথে থেকে অনেক পরিকল্পনা করে একটা কাজ করার চেষ্টা করছে, যার কারণে আসলে তারা এত বেশি সফল হচ্ছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা