স্পোর্টস ডেস্ক:: নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট কেমন হতে পারে? এনিয়েই যতো আলোচনা বাংলাদেশ শিবিরে। সুপার এইট নিশ্চিতের সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচে কি বৃষ্টি আঘাত হানবে? সেই প্রশ্নও আছে।
কেননা বাংলাদেশ-সাউথ আফ্রিকার ম্যাচ নিউইয়র্কের নাসাউ স্টেডিয়ামে গতকাল ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টি বেশ বাগড়া দিয়েছে। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু করা যায়নি ভারত-পাকিস্তান ম্যাচ। বাংলাদেশের ম্যাচের আগেও তাই বৃষ্টি নিয়ে শঙ্কা সমর্থকদের।
তবে নিউইয়র্কের আবাহওয়া নিয়ে সুখবর আছে টাইগার সমর্থকদের জন্য। যুক্তরাষ্ট্রের আবহাওয়া অফিস ‘আকুওয়েদার’ জানিয়েছে, বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা ম্যাচের সময় নিউইয়র্কে আবহাওয়া রৌদ্রোজ্জ্বল এবং তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বজ্র–বৃষ্টির সম্ভাবনা শূন্য শতাংশ বলে জানিয়েছে আকুওয়েদার।
নাসাউয়ের পিচ নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। অপ্রত্যাশিত এই পিচেই খেলতে হবে বাংলাদেশকে। যেখানে মূলত পেসারদেরই রাজত্ব চলে বেশি। এই মাঠে এখন পর্যন্ত ৫ টি-২০ ম্যাচে মোট ৬৫ উইকেটের পতন হয়েছে। যার ৫৫টি উইকেট পেসারদের দখলে। স্পিনাররানিতে পেরেছেন মাত্র ১০টি উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post