স্পোর্টস ডেস্কঃ বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে উড়ন্ত শুরু বাংলাদেশের। টুর্নামেন্টের হ্যাটট্রিক শিরোপা জেতার মিশনে শুরুতেই পোল্যান্ডকে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের দেশ। পল্টন ভলিবল স্টেডিয়ামে ৫০-২২ পয়েন্টের বিশাল জয়ে পেয়েছে স্বাগতিকরা।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। প্রথমার্ধ শেষে ১৪-১২ পয়েন্টে পিছিয়ে ছিল দল। তবে অধিনায়ক তুহিন তরফদারের দারুণ পারফম্যান্সে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আর এতেই জয় দিয়ে শুরু বাংলার।
বাংলাদেশ দলের পরবর্তী ম্যাচ দুই ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসির দেশ আর্জেন্টিনার বিপক্ষে। পল্টন ভলিবল স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত হবে সেই ম্যাচ। ম্যাচটি শুরু হবে বিকাল ৫টায়। এই ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে চায় টুর্নামেন্টের আগের দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post