পোল্যান্ড ম্যাচের আগে মানসিক শান্তি পেয়েছেন ডি মারিয়া

0
173

স্পোর্টস ডেস্কঃ সৌদি আরবের কাছে এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে হেরেছিল আর্জেন্টিনা। ওই ম্যাচের পর ভেঙে পড়েছিলেন দলটির সমর্থকদের অনেকে। গত শনিবার রাতে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম পয়েন্ট শুধু নয়, আর্জেটিনা অর্জন করেছে আত্মবিশ্বাসও।

আগামী বুধবার পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা। শেষ ষোলোতে উঠতে তাদের বিপক্ষে জিততে হবে মেসিদের। পোলিশদের বিপক্ষে মাঠে নামার আগে মানসিক শান্তি পেয়ে গেছে আলবেসেলিস্তেরা, এমনটিই মনে করেন দলটির তারকা ফুটবলার আনহেল ডি মারিয়া।

মেক্সিকোকে হারানোর পর ডি মারিয়া বলেন, ‘আমরা এখানে বছরের পর বছর ধরে আছি। নিজের লড়াই করে যাচ্ছি, লড়াইয়ের মধ্য দিয়ে আছি। সবসময় নিজেদের সবটুকু দিয়ে খেলছি। আজ সেটি করে দেখিয়েছি। আমার মতে এটা সবার জন্য মানসিক শান্তি।’

মেক্সিকোকে হারিয়ে বিশ্বকাপে নতুন জীবন লাভ করে আর্জেন্টিনা। নতুন করে পাওয়া এই সুযোগকে এখন আর হারাতে চান না মেসি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। যদিও পোলিশ কোচ মেসিদের ভয় পান না বলে আগেই জানিয়েছেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here