স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাই লাতিন অঞ্চলে গত মাসে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল আর্জেন্টিনা। গত মাসে সবার ওপরে থাকা আর্জেন্টিনা প্যারাগুয়ের কাছে হেরে এবার পয়েন্ট টেবিলের পাঁচে।
আজ বুধবার ১২ অক্টোব ভোরে ঘরের মাঠে প্যারাগুয়ের সাথে ১-০ গোলে হেরেছে অার্জেন্টিনা। খেলার প্রথমার্ধেই পিছিয়ে পড়ে অার্জেন্টিনা, গোল শোধে মরিয়া অার্জেন্টিনা গোল করতে না পারায় নিজেদের মাঠে হেরেই বসে।
প্রথমার্ধের ১৮ মিনিটেই স্বাগতিকদের জালে বল পাঠান প্যারাগুয়ের তরুণ ফরোয়ার্ড ডারলিস গঞ্জালেস।
আর্জেন্টিনা হারার দিনে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে এসেছে তাদের চিরপ্রতিদ্বন্ধি ব্রাজিল।
এই হারের ফলে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠার পথে কঠিন এক ধাক্কা খেলো অার্জেন্টাইনরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০/১০৪