স্পোর্টস ডেস্ক:: প্যারিস অলিম্পিকের জন্য দর্শকের খুঁজ করছেন আয়োজকেরা। বিভিন্ন ইভেন্টের ১২ লাখ টিকিট এখনো অবিক্রিত রয়ে গেছে। এসব টিকিট কিনতে দর্শকদের আগ্রহ কম।
প্যারিস অলিম্পিকের আয়োজকেরা জানিয়েছেন, বিক্রি না হওয়া টিকিটগুলোর বেশির ভাগই ফুটবলের। অথচ ফুটবল ম্যাচগুলোর জন্য ফ্রান্সের বড় বড় স্টেডিয়ামে বাছাই করা হয়ৈছিলো।
ফুটবল ইভেন্টের পাশাপাশি বাস্কেটবল ও হ্যান্ডবলের টিকিটও বিক্রি বাকি আছে। টিকিটের সঙ্কট দেখা দিয়েছে সাঁতার ও অ্যাথলেটিকস ইভেন্টে। এই দুই ইভেন্টে বৃহস্পতিবার আয়োজকেরা নতুন করে টিকিট বাজারে ছেড়েছেন।
প্যারিস অলিম্পিক আনুষ্ঠানিক ভাবে শুরু হবে ২৬ জুলাই। শেষ হেব ১১ আগস্ট। ফুটবল ইভেন্ট অবশ্য মূল ইভেন্ট শুরুর দু’দিন আগেই শুরু হবে।
প্যারিস অলিম্পিক আয়োজক কমিটির সহকারী পরিচালক মিখায়েল আলোসিও সাংবাদিকদের বলেন, ‘বৃহস্পতিবার ৩০টিরও বেশি খেলায় ৫০ হাজারের বেশি টিকিট ছাড়া হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নডিপ্র/ডেস্ক/০০
Discussion about this post