স্পোর্টস ডেস্ক:: পিএসজি ছাড়ার ঘোষনা দিয়েছেন কিলিয়ান এমবাপে। বিদায়ের আগে ফ্রান্সের সেরা ফুটবলারের পুরস্কারটি জিতলেন তিনি। প্যারিসে ফ্রেঞ্চ প্লেয়ার্স ইউনিয়নের পুরস্কার রাতে ফ্রেঞ্চ লিগ ‘আঁ’র সেরা খেলোয়াড়ের পুরস্কারটি জিতেছেন এই তারকা।
সাত মৌসুম পিএসজির জার্সিতে মাঠে নামা বিশ্বকাপ জয়ী তারকা এই মৌসুম শেষেই ক্লাব বদল করছেন। পাড়ি জমাচ্ছেন মাদ্রিদে। মৌসুমে তার দলের আরো দু’টি ম্যাচ আছে। তবে ঘরের মাঠে পিএসজি শেষ ম্যাচ খেলেছে তুলুজের বিপক্ষে। যেখানে এমবাপে গোল করলেও হেরেছে তার দল।
গত রাতে ফ্রান্স ফুটবলের সেরা ফুটবলারের পুরস্কারটি এমবাপের হাতে তুলে দেওয়া হয়েছে। এই মৌসুমে পিএসজির হয়ে ৪৪টি গোল করেছেন সব প্রতিযোগিতা মিলিয়ে। ব্যক্তিগত ভাবে দারুণ সময় কাটালেও দলকে তিনি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তুলতে পারেননি।
এমবাপে ছাড়াও সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন দলটির মিডফিল্ডার ওয়ারেন জেইর-এমেরি আর বর্ষসেরা গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post