স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে গত রাতে শেষের চমকে ক্রিস্টাল প্যালেসকে ৩-১ গোলে হারিয়েছে চেলসি। দ্য ব্লুজদের এই জয়ে পয়েন্ট টেবিলেও এক ধাপ অগ্রগতি হয়েছে। ২৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১০ম স্থানে আছে মাওরিসিও পচেত্তিনোর শিষ্যরা।
গোল পেয়েছেন কনর গ্যালাগার ও এনজো ফার্নান্দেজ। তার মধ্যে গ্যালাঘারের জোড়া গোল। ৪৭ মিনিটে দলকে সমতায় ফেরানোর পর নির্ধারিত সময়ের যোগ করা প্রথম মিনিটে করে নিজের দ্বিতীয় গোলটি। তিন মিনিট পর প্যালেসে আঘাত হানেন এনজো। দলের শেষ দুটি গোলেই অ্যাসিস্ট কোল পালমারের। এর আগে জেফারসন লেরমা গোল করে এগিয়ে দিয়েছিলেন প্যালেসকে।
দারুণ এই জয়ের পর শিষ্যদের নিয়ে আশাবাদী চেলসি কোচ। জয়ের পর পচেত্তিনো বলেছেন, ‘প্রথম ৪৫ মিনিট খুব নীরস ছিল। দ্বিতীয়ার্ধে আমরা সত্যিই ভালো খেলেছি এবং গোল করেছি। ম্যাচটি কঠিন ছিল তবে আমি আনন্দিত। অমারা শুধু আমাদের আত্মবিশ্বাসটা গড়তে চাই এবং উপলব্ধি করতে চাই যে, আমাদের আরও ধারাবাহিকতা প্রয়োজন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post