স্পোর্টস ডেস্কঃ ইউক্রেনের ২২ বছর বয়সী বাঁ-পায়ের ফরোয়ার্ড মিখাইলো মুদ্রিক। খেলেন শাখতার দোনেস্কে। তাকে দলে নিতে নর্থ লন্ডনের ক্লাব চেলসি লড়াইয়ে নেমেছিল। শেষ পর্যন্ত জিতেছেও তারা। তাকে ৮৯ মিলিয়ন পাউন্ডে দলে ভিড়িয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবটি।
সাড়ে ৮ বছরের চুক্তিতে মুদ্রিককে দলে টেনেছে চেলসি। দুই ক্লাবের পক্ষ থেকে রোববার বিবৃতি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। স্ট্যামফোর্ড ব্রিজের দলে যোগ দেওয়ার প্রতিক্রিয়ায় মুদ্রিক বলেন, গ্রাহাম পটারের দলে খেলার জন্য মুখিয়ে আছেন তিনি।
রোববার রাতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-০ গোলে জিতেছে চেলসি। এই ম্যাচের মাঝবিরতিতে দর্শকদের সামনে মুদ্রিককে নতুন খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেয় দলটি। ক্লাব প্রাঙ্গণে আরেকটি সম্ভাবনায়ী মুখ দেখে দর্শকরাও করতালিতে অভিবাদন জানান।
গত ২৭ ডিসেম্বর এফসি বোর্নমাউথের বিপক্ষে ২-০ ব্যবধানের পর গতরাতে চেলসির প্রথম জয়। আর সব প্রতিযোগিতা মিলিয়ে প্যালেসের টানা তৃতীয় হার। রোববারের জয়ে হারিয়ে পয়েন্ট তালিকায় অবশ্য চেলসির উন্নতি হয়নি। ১৯ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে অবস্থান দশে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post