প্রতিকুল আবহাওয়া কাল সোমবার সর্বনাশ ঘটাতে পাড়ে সুনামগঞ্জের

0
51

নিজস্ব প্রতিবেদক: অনুর্ধ্ব-১৮ ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে আগামিকাল সোমবার সিলেটের মুখোমুখি হওয়ার কথা মৌলভীবাজার জেলা অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দল ও সুনামগঞ্জ জেলা অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচি অনুষ্টিত হওয়ার কথা। ম্যাচটি দু’দলেরই জন্যই গুরুত্বপূর্ণ। যারা জিতবে তারাই চলে যাবে অনুর্ধ্ব-১৮ ক্রিকেটের ফাইনালে। ফাইনালে তাদের প্রতিপক্ষ স্বাগতিক সিলেট জেলা অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দল।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে সুনামগঞ্জ অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দলের সর্বনাশ ঘটাতে পারে বৃষ্টি। গত কয়েক দিন থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে সিলেটে। যার কারণে আজকের সিলেট-মৌলভীবাজার ম্যাচ পরিত‌্যাক্ত হয়েছে। একই ভাবেগ গতকাল শনিবারের সুনামগঞ্জ ও হবিগঞ্জের ম্যাচও পরিত্যাক্ত হয়।

আগামিকাল সোমবার যদি বৃষ্টির জন্য ম্যাচ পরিত্যাক্ত হয় তবে সুনামগঞ্জের ফাইনালে যাওয়ার আর কোন সুযোগ থাকবে না। আর যদি খেলা হয় এবং তাতে সুনামগঞ্জ জয় লাভ করে তবে দলটি ফাইনালে যেতে পারবে।

বৃষ্টিতে ম্যাচ পন্ড হলে মৌলভীবাজার ফাইনালে সিলেটের সঙ্গী হবে। নীট রানেটে মৌলভীবাজার যেমন এগিয়ে আছে, তেমনি দু’দলের প্রথম দেখায়ও জয় পায় মৌলভীবাজার জেলা অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দল। বৃষ্টিতে ম্যাচ পন্ড হলে তাই বাড়ি ফিরতে হবে সুনামগঞ্জকে।

গত দু’দিনের ন্যায় আজ রোববারও সারা দিন বৃষ্টি হয়েছে সিলেটে। যা রাত পর্যন্তই চলছিলো। থেমে থেমে বৃষ্টি হচ্ছে সিলেট অঞ্চলে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here