স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিনিধিত্ব করা ক্রিকেটারদের নিয়ে গল্প প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিদিনই ‘দ্য গ্রিন রেড স্টোরিতে’ কারো না কারো ভিডিও আসছে, আর সেখানে নিজেদের কথাগুলো উপস্থাপন করছেন ক্রিকেটাররা। এর ধারাবাহিকতায় বুধবার এসেছে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র ভিডিও।
সেখানে বিশ্বকাপ নিয়ে অভিব্যক্তি প্রকাশ করেছেন শান্ত। প্রথমবারের মতো বিশ্বকাপে অধিনায়কত্ব করতে যাওয়ার লক্ষ্য নিয়ে কথা বলেছেন এই তারকা। জানিয়েছেন বিশ্বকাপে অধিনায়কত্ব করা গর্বের। বিশ্বকাপে নিজেদের শক্তি অনুযায়ী খেলতে পারলে, ফল আসবে বলে মনে করেন তিনি। ছোট ছোট বিষয়গুলোর প্রতি নজর শান্ত’র, প্রক্রিয়া ঠিকঠাক অনুসরণ হচ্ছে কি-না দেখতে চান।
বিশ্বকাপে অধিনায়কত্ব প্রসঙ্গে শান্ত বলেন, ‘প্রত্যেক ক্রিকেটারেরই স্বপ্ন থাকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা। তারপর যদি বিশ্বকাপের মতো আসরে এ ধরনের সুযোগ আসে, তাহলে সেটি অনেক গর্বের ব্যাপার।’
বিশ্বকাপের সম্ভাবনা প্রসঙ্গে শান্ত’র ভাষ্য, ‘সম্ভাবনা আমি বলতেই চাই না। কারণ আপনিওচান বাংলাদেশ শিরোপা জিতুক। খেলোয়াড়েরাও চায় বাংলাদেশ দল কাপ জিতুক। এটাই সবচেয়ে বড় লক্ষ্য। কিন্তু অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ হলো প্রস্তুতিটা ঠিকমতো নিয়েছি কি না, ছোট ছোট কাজগুলো করছি কি না, প্রক্রিয়াটা ঠিক আছে কি না! এই জিনিসগুলো যদি আমরা ঠিকভাবে করতে পারি, প্রতিটি ম্যাচে আমাদের শক্তি অনুযায়ী খেলতে পারি, তাহলে ফল আসবেই। তাই ফল নিয়ে খুব একটা চিন্তা নেই। ছোট ছোট জিনিসগুলো যেন আমরা ঠিক করতে পারি, এটা নিয়ে বেশি মনোযোগী।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post