স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে আবারো নটিংহ্যাম ফরেস্টকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার এরিক টেন হাগের দল ২-০ গোলে হারিয়েছে ফরেস্টকে। এ জয়ে লিগ টেবিলের তিন নম্বরে উঠল ম্যানচেস্টারের দলটি।
প্রতিপক্ষের মাঠে ৩২তম মিনিটে এগিয়ে যায় ইউনাইটেড। অ্যান্তনি মার্সিয়ালের শট ফরেস্ট গোলরক্ষক কেইলর নাভাস প্রথম দফায় ফিরিয়ে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যান্তোনি।
৭৬তম মিনিটে দ্বিতীয় গোল পেয়ে যায় ইউনাইটেড। অ্যান্তোনির পাস বক্সে পেয়ে এগিয়ে আসা নাভাসকে ফাঁকি দেন দিয়াগো দালোত। ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগে তার প্রথম গোল এটি। লিগে এই নিয়ে টানা ১০ ম্যাচে জয়হীন রইল ফরেস্ট। ৩১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ১৮ নম্বরে।
৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি। সিটির সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে তিনে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৫৬ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে নিউক্যাসল ইউনাইটেড।
ফরেস্টের বিপক্ষে ম্যাচ শেষে ম্যান ইউ কোচ টেন হাগ জানিয়েছেন, দলের সব ম্যাচই এখন ফাইনাল। টেন হাগ বলেন, ‘মৌসুমের এই পর্যায়ে এসে পয়েন্ট পাওয়া আরও মূল্যবান হয়ে উঠছে, কারণ প্রতিটি ম্যাচই ফাইনাল। কেউ রেলিগেশন ঠেকানোর জন্য লড়াই করছে এবং প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে, কেউ শীর্ষে থাকার লড়াইয়ে আছে, প্রায় সব প্রতিপক্ষের নানা বাস্তবতা আছে। প্রতিটি পয়েন্টের জন্যই তাই লড়াই ও যুদ্ধ করতে হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০